আসসালামুআলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে, আমরা Dear Ex (DX) গ্রুপ প্রতিবছর আপনাদের কাছ থেকে ডোনেশন সংগ্রহ করে “মিশন উষ্ণতার প্রলেপ- শীতার্তদের পাশে আমরা” স্লোগান নিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কম্বল বিতরণ করে এসেছি।
তার-ই ধারাবাহিকতায় গতকাল ২৭ই ডিসেম্বর,২০২৪ আমরা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় কম্বল বিতরণ করেছি। আপনাদের সহযোগীতায় ফুলবাড়ি উপজেলায় আমাদের পরিচিত কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় আমরা প্রায় ৪০০ জন খেটে খাওয়া মানুষকে কম্বল বিতরণ করতে পেরেছি।
মূলত আমরা দুইটি ভেন্যু নির্ধারণ করে সেখানে কম্বল বিতরণ করেছি।
১ম ভেন্যু: শাহবাজার আবুল হোসেন ফাজিল মাদরাসা- সকাল ১০টা (২০০ জন)
২য় ভেন্যু: বড়ভিটা সরকারী বালিকা উচ্চবিদ্যালয়- দুপুর ১২টা (২০০ জন)
কম্বল বিতরণের জন্য ঢাকা থেকে আমাদের ৭ জনের একটি টিম ফুলবাড়ির উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করি। কিন্তু ট্রেন প্রায় সাড়ে তিন ঘন্টা লেটে আসার কারণে ১ম ভেন্যুতে আমরা নির্ধারিত সময়ে পৌছাতে পারিনি। তাই আমাদের অনুমতি সাপেক্ষে শাহবাজার আবুল হোসেন ফাজিল মাদরাসায় সকাল ১০:৩০ থেকে কম্বল বিতরণ করা শুরু হয়। আমরা শেষ মুহুর্তে এসে সেখানে শরীক হই। কৃতজ্ঞতা প্রকাশ করি ফুলবাড়ি ব্লাড ব্যাংক ও মন রঙের পাঠশালা এর সকল স্বেচ্ছাসেবীদের কাছে৷
পরবর্তীতে আমরা দুপুর ১২টায় চলে যাই বড়ভিটা সরকারী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে আমরা প্রায় ২০০ জন দু:স্থ ও শীতার্তদের কম্বল বিতরণ করি। সবাই আমাদেরকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং আন্তরিকভাবে দোয়া করেছেন আমাদের জন্য।
এভাবেই আমরা খুব ভালোভাবেই একটি গোছালো ও কোন ধরনের বিপত্তি ছাড়াই আমাদের “মিশন উষ্ণতার প্রলেপ- শীতার্তদের পাশে আমরা” ইভেন্টটি শেষ করি।
দিনশেষে বলতে চাই, আপনারা যারা মেম্বার আছেন তাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এরকম ইভেন্ট পরিচালনা করতে পারতাম না৷ আপনাদের সকলকেই ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আশা করি সবসময়-ই আমরা এই মহৎ কাজগুলোতে আপনাদের পাশে পাবো ইন-শা-আল্লাহ।
সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।